বিষাদে মোড়া দিন, মেঘে ঢাকা মন,
হতাশার চাদরে ঢেকেছে এই জীবন।
বিষন্নতার সুর বাজে সারাক্ষণ,
কেমন করে কাটাবো এমন এই ক্ষণ?
চারিদিকে শুধু দেখি ধূসর রঙ,
জীবনের সব কিছু যেন বিসর্জন।
তবু মনে হয়, এ তো জীবনেরই এক অঙ্গ,
কালো মেঘের পরেই আসবে রঙিন রামধনু।
বিষাদে মোড়া দিন, মেঘে ঢাকা মন,
হতাশার চাদরে ঢেকেছে এই জীবন।
বিষন্নতার সুর বাজে সারাক্ষণ,
কেমন করে কাটাবো এমন এই ক্ষণ?
চারিদিকে শুধু দেখি ধূসর রঙ,
জীবনের সব কিছু যেন বিসর্জন।
তবু মনে হয়, এ তো জীবনেরই এক অঙ্গ,
কালো মেঘের পরেই আসবে রঙিন রামধনু।